মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব জন্মশত বার্ষিকীর অনুষ্ঠান “দাম দিয়ে কিনেছি বাংলা” অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার আয়োজনে ২৬ মার্চ শুক্রবার সকালে পৌর শহীদ মিনারে আলোচনা, গীতি আলেখ্য, নৃত্য, আবৃত্তি, দেশগান অনুষ্ঠিত হয়েছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সভাপতি আলমগীর কবির বাদল সভাপতিত্বে সহ- সভাপতি শাহ আলম বাবলুর সঞ্চালনায় বক্তব্য রাখেন- সম্মিলিত সাংস্কৃতিক জোট গাইবান্ধা জেলা শাখার সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, স্পন্দন শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক উত্তম সরকার, মানবাধিকার নাট্য পরিষদ গাইবান্ধার সভাপতি আলম মিয়া।
কবিতা আবৃত্তি করেন কবি শাহনাজ আমিন মুন্নী ও সোহেল রানা ও প্রশিদ্ধ সরকার।
গান ও নৃত্যে অংশ গ্রহন করে স্পন্দন শিল্পী গোষ্ঠী, সুরবানী সংসদ ও সারেগামাপা সংঙ্গীত বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সংঙ্গীত পরিবেশন করেন তোড়া, আদিবা,বিনতি, রাজ, রাতুল
নৃত্য পরিবেশন করে রাফিয়া, ইফাত, লাবিবা, অংকিতা। এবং সাজু সরকার রচনা ও পরিচালনায় মুজিব আমাদের চেতনা গানে গীতি আলেখ্য নৃত্য অনুষ্ঠিত হয়।
বিডি গাইবান্ধা/