রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার কামরুজ্জামান সুমনকে বদলি করা হয়েছে। গত ৯ মার্চ ওই স্টেশন অফিসারের ফেনসিডিল সেবনের ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
মাদক সেবনের দায়ে বদলি করা হলেও বদলি আদেশে প্রশাসনিক কারণ উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে । তবে ফেনসিডিল সেবনের ভিডিও ভাইরাল হওয়ার পর এ নিয়ে চরম সমালোচনার মুখে পড়েন ওই কর্মকর্তা।
শুক্রবার (১৯ মার্চ) সকালে রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এরআগে, গত ১৩ মার্চ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন ও মেইনটেনেন্স) লে. কর্নেল জিল্লুর রহমানের নেতৃত্বে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। ওই কমিটি সুমনের মাদক গ্রহণ ও বিভিন্ন অভিযোগের তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার পর বদলির নির্দেশনা দেয়া হয়।
বিভাগীয় উপপরিচালক ওহিদুল ইসলাম জানান, মঙ্গলবার (১৬ মার্চ) ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (প্রশাসন ও অর্থ) হাবিবুর রহমান স্বাক্ষরিত এক বদলি আদেশে কামরুজ্জামান সুমনকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া স্টেশনে বদলির বিষয়টি জানানো হয়। বদলির ওই আদেশের মন্তব্যে প্রশাসনিক কারণ উল্লেখ করা হলেও মাদক গ্রহণের বিষয়টি জানানো হয়নি।
এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। ফাঁস হওয়া ভিডিওতে দেখা যায়, অজ্ঞাত কোনো এক স্থানে ফায়ার সার্ভিস কর্মকর্তা কামরুজ্জামান সুমনসহ আরেকজন ফেনসিডিল সেবন করছেন। এ সময় সুমনের পরনে ট্রাউজার ও ট্র্যাকসুট ছিল। সঙ্গে তার কোমরে ফায়ার সার্ভিসের ওয়াকিটকিও ছিল। মাদক সেবনে সুমনের সঙ্গী হিসেবে আরেকজন থাকলেও তার মুখ দেখা না যাওয়ায় পরিচয় জানা যায়নি। তবে কবে কোথায় ভিডিওটি ধারণ করা হয়েছে তা জানা যায়নি।