গাইবান্ধার সাদুলল্লাপুরে ভয়াবহ অগ্নিকান্ডে একটি বসতবাড়ির ০৪ঘর পুড়ে ছাই হয়েছে। সকাল সাড়ে ৮টায় উপজেলার সিট জামুডাঙ্গায় গ্রামে এ অগ্নিকান্ডে ঘটনাঘটে। জানা যায়, সকালে বাসার বৈদ্যুতিক মিটারের থেকে আগুনের সূত্রপাত হয় পরে মহুত্বের মধ্যে আরো ০৪টি ঘরে আগুন ছড়িয়ে পড়লে স্থানীয় ও ফায়ার সার্ভিস কর্মীরা এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে। এদিকে বাড়িতে থাকা ফ্রিজ ,টিভি ,আসবাদপত্র সহ ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সকালে ক্ষতিগ্রস্ত পরিবারটিতে ৫হাজার টাকার অনুদান দেন দামেদারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজেড এম স্বাধীন। ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক রিপন মিয়া বলেন আমি গত কাল রাতে থেকে গাইবান্ধা আলপনা উৎসবে ছিলাম সারা রাত আলপনার কাজ করেছি আজ সকালে জানতে পারি আমার বাড়িতে আগুন লেগেছে । এর পর আমি বাড়িতে এসে দেখি আমার আর কিছু্ই নেই, আমি ও আমার পরিবার এখন খোলা আকাশে নিচে থাকতে হবে। এদিকে সাংবাদিককে সাদুল্লাপুর উপজেলা নিবাহী কর্মকর্তা নবী নেওয়াজ বলেন ইতি মধ্য আমি বিয়ষটি জানতে পেয়েছি ,তাদের সব ধরনের সহযোগীতা করা হবে বলে জানান ।