গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক গৃহবধূর মৃতুতে এলাকাবাসীর মাঝে নানা গুঞ্জন সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রশ্ন এটি পরিকল্পিত হত্যা~নাকি আত্মহত্যা?
ঘটনাটি ঘটেছে বুধবার ১৭ মার্চ সকালে জেলার গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর গ্রামে।
জানা গেছে,ওই গ্রামের আলা উদ্দিনের ছেলে সাজু মিয়ার সাথে পাশবর্তী একই উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কোমল নারায়নপুর গ্রামের সাইদুল ইসলামের কন্যা শাপলা বেগমের সাথে বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে নানা অযুহাতে সাজু মিয়া স্ত্রী শাপলাকে কারনে অকারণে মারধর করতো। সাংসারিক জীবনে এ দম্পতির ঘরে গত দুই সপ্তাহ আগে একটি সন্তান জন্মগ্রহণ করে।
বুধবার সকালে আকষ্মিকভাবে গৃহবধু শাপলা বেগমের মৃত্যু হয়। তার মৃত্যুকে ঘিরে এলাকাবাসীর মাঝে নানা ধরনের গুঞ্জন দেখা দিয়েছে। অনেকেই বলছেন,ওই গৃহবধূর মৃত্যুর পর তাদের ঘরে একটি বিষধর সাপ দেখা গেছে। সাপের কামড়ে তার মৃত্যু হতে পারে। অনেকেই বলছেন,স্বামীর অত্যাচার থেকে বাঁচতে ওই গৃহবধূ আত্মহত্যা করে থাকতে পারে।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করে জানান,ঘরে সাপ দেখা গেছে,তবে শরীরে সাপের কামড়ের কোন চিহ্ন পাওয়া যায়নি। এছাড়াও শরীরে কোন ধরনের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে গাইবান্ধা মর্গে প্রেরণ করেন। ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।√#