জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকীতে ও জাতীয় শিশু কিশোর দিবসে বঙ্গবন্ধুকে ভালোবাসায় ও শ্রদ্ধায় স্মরণ করেছে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার সর্বস্তরের মানুষ।
আজ সকালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় জাতীয় সংসদের পক্ষে দলীয় নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়নের নেতৃত্বে প্রশাসনের কর্মকর্তাগণ ,উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মোকসেদ চৌধুরী বিদ্যুৎ এর নেতৃত্বে উপজেলা পরিষদ, সিনিয়র পুলিশ সুপার আসাদুজ্জামানের নেতৃত্বে থানা পুলিশ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধান ও সাধারণ সম্পাদক শামিকুল ইসলাম সরকারের নেতৃত্বে দলীয় নেতাকর্মীগণ, পৌর মেয়র গোলাম সরোয়ার প্রধান বিপ্লবের নেতৃত্বে পৌরসভা কর্মকর্তা ও কাউন্সিলরগণ,সিরাজুল ইসলাম রতনের নেতৃত্বে পলাশবাড়ী প্রেসক্লাব,রাসেল মাহমুদ তাপস ও তুষার সরকার বাবুর নেতৃত্বে যুবলীগ,আশরাফুল ইসলাম তিতাস ও সাংবাদিক আশরাফুল ইসলামের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট,আবুল কালাম আজাদ সাবু ও মাহমুদুজ্জামান প্রান্তের নেতৃত্বে জাতীয় শ্রমিকলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ, জাতীয় রিক্সা ভ্যান শ্রমিকলীগ,সহ আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী ও বন্ধুপ্রতিম সংগঠন, প্রধান শিক্ষক সুশীল চন্দ্রের নেতৃত্বে পলাশবাড়ী এসএম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়,অধ্যক্ষ সাইফুলার রহমান চৌধুরী তোতার নেতৃত্বে আর্দশ ডিগ্রী কলেজ,অধ্যক্ষ মমিনুল ইসলামের নেতৃত্বে এসএমবি আর্দশ স্কুল এন্ড কলেজ, অধ্যক্ষ আবু সুপিয়ান রোজ এর নেতৃত্বে পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজ,প্রধান শিক্ষক মিল্টন মাষ্ঠারের নেতৃত্বে পলাশবাড়ী পিয়ারী পাইলট উচ্চ বিদ্যালয়,জামালপুর উচ্চ বিদ্যালয়, বঙ্গবন্ধু বালিকা বিদ্যালয়,গ্রীন ফিল্ড স্কুল এন্ড কলেজ,শিশু কানন স্কুল এন্ড কলেজ,স্টুডেন্ট কেয়ার স্কুল এন্ড কলেজসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে শহীদ মিনারে শত শিশু মুজিব চরিত্রের কন্ঠে জাতীয় সঙ্গীত ও পলাশবাড়ী পৌরসভার সৌজন্যে একশত পাউন্ড কেকসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান,স্থানীয় নিও জাতীয় সংসদ সদস্যসহ তিন শত পাউন্ডের কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়। কেক কাটা শেষে বেলুন উরিয়ে আলোচনা সভা,র্পুস্কার বিতরণ,সন্ধ্যায় আতোশবাজী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এরপর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপনের পরিচালনায় ১০১ পাউন্ড কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ। এসময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়াও স্থানীয় সংসদ সদস্যে ও বাংলাদেশ কৃষকলীগের সাধারণ সম্পাদক এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি এমপির পক্ষে দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটেন উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি শহীদুল ইসলাম বাদশা,ভিপি রফিকুল ইসলাম,যুগ্ন সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,আওয়ামীলীগ নেতা রেজানুর রহমান ডিপটি,অধ্যাপক মাহবুব আলম,উপজেলা কৃষকলীগ সভাপতি মোহাব্বত জান চৌধুরী,ইউনিয়ন আওয়ামীলীগ রবিউল ইসলাম রবিসহ দলীয় নেতাকর্মীরা।