মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষন রোধ করি” এই প্রতিপাদ্যে গাইবান্ধায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার আয়োজনে সোমবার সকালে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাদেকুর রহমান সভাপতিত্বে ও জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জুয়েল মিয়া সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার বি সার্কেল ইলিয়াছ জিকু।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাসুদুর রহমান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা লোকমান হোসেন, প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে এম রেজাউল হক, উপদেষ্টা ও যুগান্তর পত্রিকার জেলা প্রতিনিধি গোবিন্দ লাল দাস।
ভোক্তা অধিকার আইন বিষয়ক ডুকুমেন্টারী প্রেজেন্টেশন উপস্থাপন ও প্রামাণ্য ভিডিও চিত্র প্রদর্শন করেন জাতীয় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর গাইবান্ধার সহকারী পরিচালক এম আব্দুস সালাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত করেন জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী শাহ আলম ও পবিত্র গীতা পাঠ করেন উচ্চমান সহকারী জয়ন্ত কুমার অধিকারী।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি- বেসরকারি প্রতিষ্ঠান সমূহের প্রধান সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৯ সালে ভোক্তা অধিকার আইন প্রতিষ্ঠিত হয়। ১৯৮৫ সালে জাতিসংঘ এটি স্বীকৃতি লাভ করে। ভোক্তা অধিকার বিরোধী কার্য ও অপরাধ তুলে ধরে বলেন- পন্যের মোড়ক ইত্যাদি ব্যবহার না করা। মূল্য তালিকা প্রদর্শন না করা। সেবার মূল্য তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা। ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য, ঔষধ বা সেবা বিক্রয়। ভেজাল পণ্য বা সেবা বিক্রয়। ভেজাল পণ্য বা ঔষধ বিক্রয়। খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রন।
বিডি গাইবান্ধা/