রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নাজমুল আহসান কলিমউল্লাহর অনিয়ম-দুর্নীতির স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শতাধিক অভিযোগের তদন্তে নেমেছে ইউজিসি। গতকাল রবিবার বেলা ১টার পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশের পর তদন্তকাজ শুরু করেন কমিটি। সাংবাদিক এক প্রশ্ন বলেন অভিযোগের সবগুলো বিষয়কে গুরুত্ব দিয়ে দেখা হবে বলে জানান।
রোববার বেলা পৌনে ১২টায় তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ, ইউজিসির সিনিয়র সহকারী সচিব ও তদন্ত কমিটির সদস্য জামাল উদ্দিন এবং প্রফেসর ড. আবু তাহের ক্যাম্পাসে এসে পৌঁছান।
এসময় সাংবাদিকদের সাথে মতবিনিময়ে তদন্ত কমিটির প্রধান তদন্ত কমিটির প্রধান প্রফেসর ড. বিশ্বজিৎ চন্দ বলেন, অভিযোগগুলো ভিসি নাজমুল আহসান কলিম উল্লাহর অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে। আমরা তদন্ত প্রক্রিয়া চালাচ্ছি। তদন্ত শেষে তার বিরুদ্ধে আনিত অভিযোগের সত্যতা যাচায় করে রিপোর্ট দেয়া হবে।
অভিযোগকারী শিক্ষক-কর্মকর্তারা বলেন, শুধু ভিসি নাজমুল আহসান কলিম উল্লাহ নয়, অনিয়ম-দূর্নীতিতে তার সাথে জড়িত চক্রকেও তদন্তের মাধ্যমে শাস্তি নিশ্চিত করতে হবে
উল্লেখ,রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, অফিসার এসোসিয়েশন ও শিক্ষকদের সংগঠন অধিকার সুরক্ষা পরিষদ ভিসি ড. নাজমুল আহসান কলিম উল্লাহর অনিয়ম-দূর্নীতি ও স্বেচ্ছাচারীতার বিরুদ্ধে শতাধিক অভিযোগ করেন ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রধানমন্ত্রী কার্যালয়ে।তারপর থেকে শুরু হয় তোরজোর, এর পর মাঠে নামে তদন্ত কমিটি।