সাদুল্লাপুর উপজেলার ৬নং ধাপেরহাট ইউনিয়নের ২ নং ওয়ার্ডে মধ্য পাড়া বাজারে বিট পুলিশিং এর ৬নং ধাপেরহাট ইউনিয়ন কার্যালয়ের আয়োজনে সাধারণ জনগণের মাঝে সচেতনতামুলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় ৬নং ধাপেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহাদাত হোসেন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের এ এস আই আলমগীর কবির ও এ এস আই মতিউর রহমান সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি তারই ধারাবাহিকতায় ৬নং ধাপেরহাট ইউনিয়নের ২নং ওয়ার্ডে মধ্যপাড়া বাজারে, নারী নির্যাতন বন্ধ করুন,মাদক নির্মুল করুন, ইভটিজিং ঘৃনা করুন, বাল্যবিবাহ প্রতিরোধ করুন, আত্নহত্যা নয়,জীবন গড়ে তুলুন এবং বিরোধ নিস্পত্তিতে সহায়তা করুন এ সমস্ত বিষয় গুলো নিয়ে আলোচনা করা হয় উক্ত অনুষ্ঠানে। আইনের প্রতি শ্রদ্ধাশীলতাই একটি সুস্থ সমাজ গঠনের সহায়ক হতে পারে।