নিরাপদ অভিবাসন বিষয়ে সাংবাদিকদের সাথে বেসরকারি সংস্থা জিইউকের মতবিনিময় ও বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা মূলক জেলা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারি সংস্থা গন উন্নয়ন কেন্দ্র জিইউকের আয়োজনে মঙ্গলবার দুপুরে গাইবান্ধা সদরের নশরতপুর এর জিইউকের ট্রেনিং ও কনফারেন্স রুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক নেসারুল হক।
বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- প্রেসক্লাব গাইবান্ধার সভাপতি কে এম রেজাউল হক, সাধারণ সম্পাদক আবু জাফর সাবু, উপদেষ্টা গোবিন্দ লাল দাস।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- জিইউকের সমন্বয়কারী আফতাব হোসেন, রিলেশনশিপ অফিসার আরফান মন্ডল, ভুক্তভোগী মোঃ আলম।
আলোচনা পূর্ববর্তী জিইউকের প্রসপার্রটি প্রকল্পের সমন্বয়কারী জয়া প্রসাদ প্রকল্পের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড বিষয়ে প্রজেক্টরে চিত্র তুলে ধরে বলেন- নিরাপদ, সুশৃঙ্খল, নিয়মিত ও দায়িত্বশীল অভিবাসন নিয়ে কথা বলেন।
তিনি বলেন- তারা মানুষের মাইগ্রেশন নিয়ে কাজ করছেন। এ প্রকল্পটি শুরু হয় ২০২০ সালের ১৫ নভেম্বর। শেষ হবে ২০২২ সালের ডিসেম্বর পর্যন্ত। মোট ২৬ মাস। গাইবান্ধার দুটি উপজেলায় ৬টি ইউনিয়ন প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মধ্যে গাইবান্ধা সদর উপজেলার কামারজানি, গিদারী, বোয়ালি এবং ফুলছড়ি উপজেলার উদাখালি, গজারিয়া, ফজলুপুর ইউনিয়নে।
পরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান আয়োজনে একই কনফারেন্স রুমে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও জনসচেতনতা মূলক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে বিদেশ গমনেচ্ছুদের উদ্দেশ্যে বলা হয়- প্রবাসী কর্মীদের জন্য সরকারি সুবিধা পেতে হলে বৈধভাবে ষ্মার্টকার্ড বিদেশে ভ্রমণ করতে হবে। বৈধভাবে যেতে হলে বসবাসরত অনাবাসী ও অনিবন্ধিত বাংলাদেশীদের ডাটাবেইজ নাম অন্তভূূক্তি থাকতে হবে। অনলাইনে নিবন্ধিত ফর্রম পুরন করতে হবে। দূতাবাসে নির্ধারিত ফি ও কাগজপত্র জমা দিতে হবে।
মন্ত্রণালয়ের অর্জনঃ ২০১২ সাল হতে ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের মাধ্যমে প্রবাসী কর্মীদের সন্তানদের শিক্ষাবৃত্তি( পিইসি, জে,এস,সি, এস,এসসি ও এইচএসসি/ সমমান প্রদান কার্যক্রম শুরু হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন ২০১৩ মোবাইল কোর্ট আইনের তফশিলভুক্ত এবং বিদেশ গমনেচ্ছু কর্মীদের বীমা সুবিধা প্রদান করে।
বিদেশে অবস্থত শ্রম কল্যাণ উইং যে কাজগুলো করে থাকে- বৈধভাবে বিদেশে গেলে প্রবাসী কর্মী আহত বা নিহত হলে তার পাওনাদি প্রাপ্তির ব্যবস্থা গ্রহণ। আটককৃত বা কারাদণ্ড প্রাপ্ত কর্মীকে আইনী সহায়তা প্রদান। মৃত কর্মীর স্থানীয় ভাবে দাফন অথবা দেশে প্রেরণের জন্য অনাপত্তিপত্র প্রদান। অসুস্থ কর্মীকে দেশে প্রেরনের ব্যাবস্থা গ্রহন। পাসপোর্ট হালনাগাদ করন। সংশ্লিষ্ট দেশের সাথে দ্বিপাক্ষিক চুক্তির ব্যবস্থা বাস্তবায়ন সহ বিভিন্ন প্রকার সুবিধা প্রদান করে।
মতবিনিময় সভায় বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক সহ অনেকে উপস্থিত ছিলেন।
বিডি গাইবান্ধা/