গাইবান্ধার রংপুর~বগুড়া মহাসড়কের কোমরপুর চৌমাথায় পান চাষীদের জন্য সুখবর। কোমরপুর চৌমাথায় আখ ক্রয় কেন্দ্রের সামনে পান হাটি বা পান বাজার জমে উঠেছে। এখানে নতুনভাবে পান বাজার লাগানো হয়েছে। ক্রেতা বিক্রেতারও সমাগমে বেশ জমজমাট হয়ে ওঠছে পান বাজারটি।
হাট ইজারাদার মোঃ সেলিম মিয়া ও সংশ্লিষ্টরা জানান,এ ঐতিহ্যবাহী পান বাজারটি এক সময় দীর্ঘ বচ্ছর ধরে চলে আসছিলো। কিন্তু আগের ইজারাদারদের গাফলতি ও স্বেচ্ছাচারিতার ফলে হাটটি ভেঙ্গে যায়। ফলে দীর্ঘ কয়েকবছর এ পান হাটটি আর না বসায় তা চলে যায় পলাশবাড়ী পৌর এলাকার ছোট শিমুলতলা বাজারে।
তাই এলাকা সহ বিভিন্ন এলাকার পান চাষী ও ব্যবসায়ীদের সুবিধার্থে পুরনো ঐতিহ্য ধরে রাখতে নতুন ভাবে পুনরায় এ পান হাটটি লাগনো বা বসানো হয়েছে। এ হাটে ক্রেতা বিক্রেতাদের বিভিন্ন সুযোগ সুবিধা ও সার্বিক সহযোগিতা করা হবে বলে হাট ইজারাদার কর্তৃপক্ষ জানান। আর সুযোগের মধ্যে আগামী বৈশাখ মাস পর্যন্ত ক্রেতাদের নিকট কোন প্রকার জমা বা খাজনা নেয়া না বলেও জানান হাট ইজারাদার। সপ্তাহের শুধু রোববার ছাড়া প্রতিদিন সকাল ৬ টা থেকে এ পান হাট বসানো হচ্ছে।
আর তাদের এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন পান চাষী,ব্যবসায়ীসহ সকল শ্রেণিপেশার মানুষ।√#