আশ্রয়নের অধিকার,শেখ হাসিনার উপহার” স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলায় মুজিব জন্মশতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ইউনিয়নের সিপি গারামারা চরে নির্মিত ১৬টি ব্যারাক নির্মাণ কাজ শেষে উপজেলা প্রশাসনের কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে বাংলাদেশ সেনাবাহিনী। এতে ৮০টি গৃহহীন পরিবারের পূণর্বাসন সুবিধা পাবেন।
৮ মার্চ সোমবার দুপুরে সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের সিপি গারামারা চরে নির্মিত ৪টি ইউনিট বিশিষ্ট ১৬টি ব্যারাকের ৮০টি গৃহ হস্তান্তর করেন প্রকল্পের প্রধান সমন্বয়কারী মেজর এসজিএস জাকি।
বাংলাদেশ সেনাবাহিনীর তত্বাবধানে ৬৬ পদাতিক ডিভিশনের অধিনস্থ ৭২ ব্রিগেডের ৩৪ ই-বেঙ্গল (মেক)-এর সার্বিক ব্যবস্থাপনায় নির্মান কাজ শেষে সাঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবীর ও উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন জাহাঙ্গীরের কাছে এসব ব্যারাকের চাবি হস্তান্তর করা হয়।
এসময় লেফটেন্যান্ট কিবরিয়ার নের্তৃত্বে সেনাবাহিনীর একটি পরিদর্শন টিমসহ গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মোঃ সাখোওয়াত হোসেন, সাঘাটা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, হলদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইয়াকুব আলী প্রধান, প্রকল্প চেয়ারম্যান ইউপি সদস্য আব্দুল জলিল, স্থানীয় যুবলীগ নেতা জিল্লুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
১ কোটি ৪৪ লাখ ১৬ হাজার টাকা ব্যয়ে নির্মিত এ আশ্রয়ন প্রকল্পে ৪টি ইউনিটে ১৬টি পাকা ব্যারাক ৮০টি সেমি পাকা ঘর, ১টি মসজিদ, ১০টি নলকুপ ও ৩২টি শৌচাগার স্থাপন করা হয়। গত ২০২০ সালের ডিসেম্বরে প্রকল্পের কাজ শুরু হয়ে ১৫ ফেব্রুয়ারি ২০২১ সালে নির্মাণ সম্পন্ন হয়।
বিডি গাইবান্ধা/