আজ বিকালে নিরাপদ যানবহন চাই ফাউন্ডেশন, কেন্দ্রীয় কমিটির উদ্দ্যোগে গাইবান্ধা অফিসে ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা বিশিষ্ট শিল্পপতি রবিউল ইসলাম বেলাল কে সংবোর্ধনা ও ক্রেস্ট প্রদান।এময় উপস্থিত ছিলেন নিরাপদ যানবাহন চাই ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান আসাদুজ্জামান সরকার মিলন, মহা-সচিব এ,কে,এম সালাহউদ্দিন কাশেম, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম সন্জু, বাবলু মিয়া,মনজুর ইসলাম দ্বীপ, মোঃ আল শাহাদৎ জামান জিকো, মাহমুদুল হাসান সজীব, প্রেস সচিব, মাহবুব হোসেন লিটন, আনিসুল ইসলাম আনিস যুগ্ম সাংগঠনিক সম্পাদক আইটি বিষয়ক সম্পাদক, শাহরিয়ার, কেন্দ্রীয় কেন্দ্রীয় কমিটির সদস্য বাবুল,রুস্তম,মনির,মারুফ, ফরহাদ, রুস্তম, বাবলু, জান্নাতুল মাহা যুব মহিলা বিষয়ক সম্পাদক, তারিন আফরিন, সহ যুব মহিলা বিষয়ক সম্পাদক আরোও অনেকে।