গাইবান্ধা পৌরসভার ঘাঘট লেক উন্নয়ন প্রকল্পের আওতায় সওজ সড়কের এসিল্যান্ড অফিসের সামন হতে এ্যাকোয়ারষ্টেট পাড়া ঘাঘট নদীর শ্মশান ঘাট ব্রিজ পর্যন্ত ৪৫ মিটার ও সওজ সড়কের রিজু মিয়ার বাড়ির সামন হতে ডেভিড কোম্পানি পাড়া ব্রীজ পর্যন্ত ৫৪ মিটার সংযোগ সড়ক নির্মান কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন হুইপ মাহাবুব আরা বেগম গিণি এমপি।
এলজিইডি বাস্তবায়নে সড়ক দুটি নির্মান হবে।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা এলজিইডি নির্বাহী প্রকৌশলী মোঃ আহসান কবির, পৌর মেয়র মোঃ মতলুবর রহমান, সহকারি কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাহিদুর রহমান,বাংলাদেশ আওয়ামীলীগ গাইবান্ধা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা আওয়ামীলীগ যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ মোখলেছুর রহমান, উপজেলা এলজিইডি প্রকৌশলী মোঃ আবুল কালাম আজাদ মোল্লা, বিশিষ্ট ব্যবসায়ী আরিফ মিয়া রিজু, ব্যাবসায়ী চিত্ত রঞ্জন চক্রবর্তী, গাইবান্ধা জেলা যুবলীগ সম্পাদক মন্ডলীর সদস্য ইমাম হাসান মিলন, বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ অনেকে।
উল্লেখ্য, উদ্বোধন শেষে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।