করোনা ভাইরাসের টিকা নিলেন গাইবান্ধা সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক কাইয়ুম আজাদ।
বুধবার দুপুরে গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয়ের টিকাদান কেন্দ্রে করোনা ভাইরাসের টিকা গ্রহন করেন তিনি।
ভ্যাকসিন গ্রহণ শেষে তিনি বলেন, ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। কোনো গুজবে কান না দিয়ে জীবন রক্ষার্থে সবাই ভ্যাকসিন নিন।
এ সময় জাতীয় গোয়েন্দা সংস্থা ( এনএসআই) গাইবান্ধার উপ-পরিচালক ফারহাদ হোসেন টিকা নিয়েছেন।
উল্লেখ্য, মহামারি করোনাভাইরাস প্রতিরোধে দেশব্যাপী ভ্যাকসিন প্রয়োগ কর্মসূচির অংশ হিসেবে সারাদেশের ন্যায় গাইবান্ধা জেলা শহরের সদর হাসপাতালগুলোতে একযোগে করোনার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে জেলা প্রশাসক সহ জনপ্রতিনিধিদেরই প্রথমে ভ্যাকসিন নিতে দেখা গেছে। এছাড়াও প্রশাসনিক ও বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, সিভিল সার্জন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরাও করোনার টিকা নিয়েছেন।
বিডি গাইবান্ধা/