গাইবান্ধার সাঘাটা প্রেসক্লাবের সাংবাদিকরা বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে একাত্বতা ঘোষণা করে মঙ্গলবার সকাল ৮ হতে বেলা ২ টা পর্যন্ত কলম বিরতী কর্মসূচী পালন করেছে।
সম্প্রতি দেশ জুড়ে সাংবাদিকদের উপর হামলা, নির্যাতন, হত্যা ও মিথ্যা মামলা- হয়রানীর প্রতিবাদসহ সাংবাদিকদের ১৪ দফা দাবি আদায়ের লক্ষে এ কর্মসূচী পালন করা হয়।
এসময় সাঘাটা প্রেসক্লাবের সভাপতি জয়নুল আবেদীন তার বক্তব্যে বলেন, নোয়াখালীর সাংবাদিক মোজাক্কির হত্যার সাথে জড়িত সকল আসামীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান।
সাধারণ সম্পাদক আবু তাহের তার বক্তব্যে ডিজিটাল নিরাপত্তা আইন নামে কালোকানুন বাতিলের দাবি জানান।
সাংবাদিক জাকিরুল ইসলাম তার বক্তব্যে বলেন- সারা দেশে কর্মরত সাংবাদিকদের কর্মক্ষেত্র নিরাপত্তার দাবি জানান।
মশিউর রহমান- সারা দেশে সাংবাদিক নির্যাতন নিপিড়নের প্রতিবাদ জানান। এসময় প্রেসক্লাবের সকল সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় প্রেস ক্লাবের আনোয়ার হোসেনসহ অনেকেই উপস্থিত ছিলেন।