গাইবান্ধার ফুলছড়ি উপজেলা বাগবাড়ি গ্রামের আবুল হোসেন এর নিকট থেকে একদল পরিচিত ছিনতাইকারী মারপিট করে টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে ।
এব্যাপারে তার ছোট ভাই বাবুল বাদি হয়ে ফুলছড়ি থানায় একটি লিখিত এজাহার দাখিল করেছে ।
জানা যায়,
বাগবাড়ী গ্রামের আবুল হোসেন ও তার পরিবারের সাথে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা সৃষ্টি করে হয়রানী ও ক্ষয়ক্ষতি করে আসছিলেন একই গ্রামের
আনছার আলীর ছেলে হাফিজুর রহমান(৩৮), শহিদুল ডাকাত,(৩৫) (২)সাইদুল ডাকাত( ৩২)মৃত্যু
ইনছের আলীর ছেলে- তালু বেপারী(৪২)জাহিদুল ইসলাম( ৩৭)মোনাহার আলীর ছেলে – আলম ডাকাত( ৩৬) ও আসকর বেপারীর ছেলে- মহিউদ্দিন বেপারী(৩২)।
তারা প্রায়ই রাস্তাঘাটে ওই পরিবারের লোকজন দেখলেই অশালীল ভাষায় গালিগালাজ, মারধর ও জীবন নাশের হুমকী দিয়ে আসছিল।
আবুল হোসেন জানান, ঘটনার দিন তার ছোট ভাই শহিদুল ইসলাম এর নিকট হইতে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে বাড়ি ফেরার পথিমধ্যে অনুমান ৬.১০ঘটিকার সময় পূর্ব বাগবাড়ি গ্রামের মোঃ ইদ্রিস মোল্লা এর ভুট্রা ক্ষেত জমি সংলগ্ন পায়ের চলাচলের কাঁচা রাস্তায় পৌছা মাত্র পূর্ব থেকে ওৎপেতে থাকা সকল প্রতিপক্ষ তাকে আটকে বাঁশের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ী মারপিট করে রক্তাক্ত জখম করে তার ডাক চিৎকারে শুনে এলাকার লোকজন আশার পূর্ব মুহূর্তে তার গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে। এসময় তার পকেটে থাকা ১ লক্ষ ৫০ হাজার টাকা জোর করে বের করে নেয়।
লোকজন ঘঁটনাস্থলে পৌছলে আসামীরা জীবন নাশের হুমকী দিয়ে সটকে পড়ে।
পরে উপস্থিত লোকজনের সহযোগিতায় সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
বর্তমানে সে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
বিডি গাইবান্ধা /আবু তাহের