ক্ষুদ্র-ণৃ-গোষ্ঠির পরিচ্ছন্নতাকর্মী কল্পনা রানীর ভাগ্য নিয়ে ছিনিমিনির অভিযোগ উঠেছে। এতে করে ভূক্তভোগী কল্পনা রাণীর পক্ষে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণে ২৭ ফেব্রুয়ারী গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলার সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সভাপতি ইউনিয়ন আওয়ামী লীগ, প্রফেসার আলহাজ্ব ইসমাইল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব, চাঁন মিয়া, ভূক্তভোগীর স্বামী-রনজিৎ কুমার।
উপস্থিত সকল বক্তার বক্তব্যে উঠে আসে- বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম ও প্রধান শিক্ষক সুনীল কুমার গাঙ্গুলী কল্পনা রানী দাসকে চাকুরী হতে অব্যহতি দিয়ে পাচঁ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে জনৈক শাওন কুমার দাসকে কোন যোগ্যতা না থাকলেও নিয়োগ প্রদান করেন। এব্যাপারে কল্পনা রানী দাস উক্ত পদে চাকুরী করলেও তার পরিবর্তে ঐ ব্যক্তিকে নিয়োগ দেয়ায় কল্পনা রাণী বর্তমানে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। এব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষের যথাযথ তদন্ত ও দূর্নিতীবাজ প্রধান শিক্ষকের উপযুক্ত শাস্তির দাবী করেন।
বিডি গাইবান্ধা/ সঞ্জয় সাহা