অদ্য ২৪ ফেব্রুয়ারী ‘২১ খ্রিঃ রাত অনুমান ০৭.২৫ ঘটিকার সময় গোবিন্দগঞ্জ থানার এসআই আকতার,এএসআই মুশফিক ও জাহিরুলদের সমন্বয়ে গঠিত ১টি টিম নিয়মিত চেকিং এর সময় গোবিন্দগঞ্জ -বগুড়া মহাসড়কের মায়ামণি হোটেলের দক্ষিণে বাস কাউন্টারের সামনে অভিযান চালিয়ে আসামি ১) নাহিদ(২২)পিতা মন্টু সাং মহরকয়া থানা লালপুর জেলা নাটোরের শরীর তল্লাশি করে বডি ফিটিং অবস্থায় ২০ বোতল ফেন্সিডিল সহ আসামী নাহিদ কে আটক করে।
একই টিম একই স্হানে রাত অনুঃ ০৮.০০ টার সময় রংপুর হতে রাজশাহীগামী পথের সাথী বাসের ব্যাংকার হতে মালিক বিহীন একটি স্কুল ব্যাগে থাকা ৩ কেজি গাঁজা উদ্ধার করে।
উদ্ধার কৃর্ত ফেন্সিডিল ও গাঁজার মূল্য অনুঃ ৬০ হাজার টাকা।আসামি নাহিদের বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ০১টি মামলা রুজু হয়েছে।