রংপুরে টিসিবির প্রধান প্রতাপ কুমার বিরুদ্ধে সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী রংপুর আদালতে মামলা করেন। ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবির রংপুর অফিস (উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী) প্রতাপ কুমারের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী।
অভিযোগ উঠেছে, পঁচা পেঁয়াজ বিক্রি সংক্রান্ত খবর প্রকাশ করায় ওই সাংবাদিককে বিভিন্ন মাধ্যম থেকে ভয়ভীতি প্রদর্শন, গালাগাল, জখম ও খুন করার হুমকি ধামকি দিয়েছেন প্রতাপ কুমার।
মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এর বিচারক ফজলে এলাহীর আদালতে মামলাটি করেন করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পী। বিচারক মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, দৈনিক করতোয়াসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকা, টেলিভিশন ও অনলাইন মিডিয়াতে টিসিবির পঁচা পেঁয়াজ বিক্রির সংবাদ প্রকাশ হওয়ার পর টিসিবির রংপুর অফিস প্রধান বিভিন্ন সময় সাজ্জাদ হোসেন বাপ্পীকে ভয়ভীতি প্রদর্শন, গালাগাল, জখম ও খুন করার হুমকি ধমকি দিয়ে আসছে।
এ ঘটনার প্রতিকার চেয়ে মঙ্গলবার রংপুরের সিনিয়র জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট ও আমলী আদালত-৩ এর বিচারক ফজলে এলাহীর আদালতে দণ্ডবিধির ৫০০, ৫০৬ ও ৫০৬(২) ধারায় সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পী মামলাটি দায়ের করেন।
বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে আগামী ১৫ মে এর মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
এ মামলায় বাদীর আইনজীবী সামসিয়া বেগম জানান, সংবাদ মাধ্যমে টিসিবির বিরুদ্ধে খবর প্রকাশিত হওয়ায় একজন সরকারি কর্মকর্তা হিসেবে তিনি কাউকে হুমকি-ধামকি দিতে পারেন না। আমি আদালতকে বলেছি মামলাটি যেন পিবিআইকে তদন্ত করতে দেয়। আদালত আমাদের কথা শুনেছেন।
এর আগে গত ১৭ ফেব্রুয়ারি টিসিবির ওই কর্মকর্তার হুমকি-ধামকির প্রতিবাদে প্রেসক্লাবের সামনে মানববন্ধন সমাবেশ করেন রংপুরের সাংবাদিক সমাজ। ওই দিন সমাবেশ থেকে টিসিবির রংপুর অফিস থেকে প্রতাপ কুমারকে অপসারণে সাতদিনের আল্টিমেটাম দেয় সাংবাদিক সমাজ।