গভীর শ্রদ্ধা ও ভালবাসায় ২১শে প্রভাত ফেরীর মধ্য দিয়ে গাইবান্ধায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমীঃ ২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরীর মধ্য দিয়ে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শিল্পকলা একাডেমী পক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আলমগীর কবির সহ অনেকে।
সদর উপজেলা শিল্পকলা একাডেমীঃ ২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরীর মধ্য দিয়ে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা শিল্পকলা একাডেমী পক্ষে ভাষা শহীদদের প্রতি ফুলের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক উত্তম সরকার। এসময় উপস্থিত ছিলেন-সদর উপজেলা শিল্পকলা একাডেমীর সদদ্য রাহাত কবীর, উজ্জ্বল চক্রবর্তী, গীতাঞ্জলি সরকার বৃন্তি প্রমুখ।
গাইবান্ধা কালের কন্ঠ শুভ সংঘঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ শে ফেব্রুয়ারির প্রভাত ফেরীর মধ্য দিয়ে গাইবান্ধা কেন্দ্রীয় শহীদ মিনারে গাইবান্ধা জেলা কালের কন্ঠ শুভ সংঘ পক্ষ থেকে ভাষা শহীদদের স্মরন করে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কালের কন্ঠ শুভ সংঘ সাধারণ সম্পাদক লতা সরকার, সহ সাধারণ সম্পাদক সামিউল ইসলাম সাকিব, সাংগঠনিক সম্পাদক রওজাতুন নাহার লাবন্য, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক দেবী সাহা, শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক উম্মে কুলসুম তালুকদার তুলনা, সদস্য দিদারুল ইসলাম নিশাত।
এছাড়া গাইবান্ধা থিয়েটার, ভলান্টিয়ার ফর বাংলাদেশ গাইবান্ধা জেলা, বনলতা সাহিত্য ও সাংস্কৃতিক সংসদ গাইবান্ধা সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান শ্রদ্ধাশীল অর্পন করেন।