গত ১৯ ফেব্রুয়ারি, শুক্রবার গাইবান্ধার ব্রহ্মপুত্র নদীর চরাঞ্চলে শিশুদের জন্য সচেতনতামূলক কর্মসূচির আওতায় দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতা বিষয়ে নাটিকা প্রদর্শন, হাত ধোয়ার কৌশল প্রদর্শন, হাত ধোয়ার সাবান ও মাস্ক বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।
জাতীয় পর্যায়ে শিশু অধিকার বাস্তবায়নকারী শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা কমিটির স্ব-উদ্যোগে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের অন্তর্গত গুপ্তমনির চরে স্থানীয় চর কাবিলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে সচেতনতামূলক এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সচেতনতামূলক নাটিকার মাধ্যমে শিশুদের হাত না ধুয়ে খাবার খাওয়া, টয়লেট থেকে ফিরে সঠিকভাবে হাত না ধোয়া, বাহিরে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি খাবার খাওয়ার অপকারিতা ও দৈনন্দিন স্বাস্থ্য সচেতনতার বিষয়টি শিশুদের মাঝে তুলে ধরা হয়। পরে শিশুদের সঠিক নিয়মে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। এসময় শিশুরা নিজেদের হাত ধোয়ার মাধ্যমে কৌশলটি অায়ত্বে নেয়।
এছাড়াও শিশুদের মাঝে হাত ধোয়ার জন্য সাবান ও করোনাভাইরাস থেকে নিরাপদ থাকতে মাস্ক বিতরণ ও ব্যবহার বিধি শেখানো হয়।
সচেতনতামূলক এই কর্মসূচিতে চরাঞ্চলের প্রায় ৭০ জন শিশু অংশগ্রহণ করে।
কর্মসূচি সম্পর্কে এনসিটিএফ গাইবান্ধা এর সভাপতি কে.এইচ. খান রোহান বলেন, আমাদের জেলার চার ভাগের এক ভাগ হলো নদী ও চর বেষ্টীত। এসব এলাকার বাসিন্দারা বিশেষ করে শিশুরা বিভিন্ন সুযোগ সুবিধা হতে বঞ্চিত। স্বাস্থ্য সুরক্ষা ও বিনোদন থেকে পিছিয়ে পড়া শিশুদের জন্যই আমাদের এ কর্মসূচি। আগামী দিন গুলোতে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।
এছাড়াও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা, বিদ্যুৎ ও বিনোদন সুবিধা থেকে বঞ্চিত এসব চরবাসী ও শিশুদের উন্নয়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সুদৃষ্টি কামনা করে এনসিটিএফ গাইবান্ধা জেলা কমিটির সদস্যরা।
কর্মসূচি বাস্তবায়নে সার্বিকভাবে সহায়তা করেন সেভ দ্য চিলড্রেন এর জেলা ভলান্টিয়ার মোঃ তাওহীদ উল ইসলাম তুষার।
এসময় আরো উপস্থিত ছিলেন, এনসিটিএফ এর সহসভাপতি সানজিনা আক্তার ছনিয়া, সাধারণ সম্পাদক তাওফিক ওমর হিমন, যুগ্ম সাধারণ সম্পাদক জান্নাতুল জ্যোতি, চাইল্ড পার্লামেন্ট মেম্বার মনিরা ফেরদৌস, রিফাইত হোসেন বিদ্রোহ সরকার, শিশু গবেষক রাজিয়া আক্তার রশনী, আরাফাত রহমান সোহান, শিশু সাংবাদিক তৌহিদা আক্তার সুইটি, আতিকুর রহমান, সাবেক চাইল্ড পার্লামেন্ট মেম্বার ও জেলা ভলান্টিয়ার রিফাত আক্তার, সাবেক সভাপতি মশিউর রহমান মুছা, মেহেদী হাসান অন্তর, সাবেক সাংগঠনিক সম্পাদক আবিদ হাসান পলক প্রমুখ।