মেধা, শ্রম ও সম্প্রীতি আগামীর গাইবান্ধা বিনির্মার্ণের প্রতিশ্রুতি” এই প্রতিপাদ্যে আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধায় ‘পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) এর “আলপনা উৎসব গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ আব্দুল মতিন বেলুন উড়িয়ে এর উদ্বোধন করেন।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- গাইবান্ধা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
শুক্রবার দুপুরে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন অব গাইবান্ধা (পুসাগ) আয়োজনে এবং গাইবান্ধা পৌর মেয়র মোঃ মতলুবর রহমান সার্বিক সহযোগিতায় ও গন উন্নয়ন কেন্দ্র বিশেষ সহযোগীতায় এই পৌর পার্কে আলপনা উৎসব, পুসাগ ব্লাড সেল ও স্বেচ্ছায় রক্তদান কর্মসুচী অনুষ্ঠিত হয়।
এর আগে পুসাগ ব্লাড সেল উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি, বিশেষ অতিথির পাশাপাশি বক্তব্য রাখেন- পুসাগের সভাপতি হুসেইন মোঃ জীম, সাধারণ সম্পাদক এ,কে প্রামাণিক পার্থ, নির্বাহী সভাপতি ডাঃ তন্ময় নন্দী।
এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা জেলা প্রশাসন কার্যালয় কর্মকর্তাদের মধ্যে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন দেলোয়ার, মোঃ লোকমান হোসেন, ইফতেকার রহমান, জুয়েল মিয়া, মৌমিতা গুহ ইভা, জান্নাতুল ফেরদৌস উর্মি।