শ্রী শ্রী স্বরস্বতী পুজা উপলক্ষে গাইবান্ধা ব্রীজ রোড দূর্গাবাড়ী মন্দিরে সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ব্রীজ রোড দূর্গাবাড়ী মন্দির কমিটির আয়োজনে সোমবার সন্ধ্যায় দূর্গাবাড়ী মন্দিরে গাইবান্ধা পৌরসভার নব- নির্বাচিত মেয়র, ১ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহিলা কাউন্সিলকে সংবর্ধিত করা হয়।
এতে গাইবান্ধা পৌরসভার নব- নির্বাচিত মেয়র মতলুবর রহমান, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ শাহিন ও ১,২,৩ নং ওয়ার্ড মহিলা কাউন্সিলর মাহফুজা খানম মিতাকে ফুল ও গিফট দিয়ে সংবর্ধিত করা হয়।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান ভক্তিমুলক দলীয় গান পরিবেশন করেন পুজা মদক, প্রজ্ঞা সাহা, সমপ্রীতি সাহা, আরোহী গুঞ্জন সহ অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র মতলুবর রহমান কে মন্দির কমিটির পক্ষ থেকে সোনার কোর্ট পিন পড়িয়ে দেন কমিটির সদস্য সাধন মহন্ত।
অন্যদিকে ১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ শাহিন এর সহধর্মিণী শেখ শারমিনকেও পুরস্কার প্রদান করা হয়। পুরস্কার প্রদান করেন ব্রীজ রোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সভাপতি দূর্লভ চন্দ্র মন্ডল এর পুত্রবধূ প্রজ্ঞা।
এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার নব- নির্বাচিত মেয়র মতলুবর রহমান।
স্বাগত বক্তব্য রাখেন-মন্দির কমিটির সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধার যুগ্ন সাধারণ সম্পাদক নীলাদ্রি সরকার।
ব্রীজ রোড দূর্গাবাড়ী মন্দির কমিটির সভাপতি দূর্লভ চন্দ্র মন্ডল সভাপতিত্বে ও কমিটির প্রচার সম্পাদক অশোক সাহার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- বাংলাদেশ রামকৃষ্ন আশ্রম এর সভাপতি চন্দ্র শেখর দাস।
১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাহফুজা খানম মিতা, ১ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ শেখ শাহিন ও তার স্ত্রী শেখ শারমিন।
শেষে প্রতি শিল্পী পৃথক পৃথক ভাবে সংঙ্গীত পরিবেশন করেন। আবৃত্তি পাঠ করেন দেভ মন্ডল।
এসময় কমিটির অন্যান্য সদস্য ও পাড়ার ভক্তবৃন্দরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,আগামীকাল ১৬ ফেব্রুয়ারী মঙ্গলবার সকাল ৯টায় স্বরস্বতী পুজা ও সন্ধ্যা ৭টায় শঙ্খধ্বনি, উলুধ্বনি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিডি গাইবান্ধা/