গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার ৩ নং ওয়ার্ডে নির্মানাধীন কালিকা ডোবা করতোয়া নদীর উপর ৪৮ মিটার আর সি সি গাডার ব্রিজ ৩ কোটি ৩২ লক্ষ ৭৪ হাজার ৭শত ৮৫ টাকা ব্যয়ে ও সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। এ গার্ডার ব্রীজের উদ্বোধন করেন,পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সরকার। আজ বিকেলে উক্ত ব্রীজ সংযোগ সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ডাক্তার এম, এ করিম প্রধান দুলু, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সেকেন্দার আলী সরকার, উপজেলা যুবলীগ নেতা নুরনবী সরকার নান্নু, পৌর আওয়ামী লীগ নেতা হামিদুর রহমান, ছাত্রলীগ নেতা লুৎফর রহমান জয়, সহ এলাকার গন্যমাণ্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।