গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাল পতাকা উড়িয়ে জমির সদ্য রোপনকৃত ইরি বোরো ধান নষ্টের অভিযোগ থানায় দায়ের করা হয়েছে।
থানার অভিযোগ সুত্রে জানা গেছে, গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের কামারদহ মৌজার জে.এল.নং-২৬৬, সিএস খতিয়ান নং-১৪৮ ডিপি খতিয়ান নং-১৬২৩ এর সাবেক দাগ নং-২৭৭৩, হাল দাগ ৩৯১৮ এর ৭০ শতাংশ জমি দলিল মূলে কবলা করেন কামারদহ (ব্যাপারী) গ্রামের মৃত-ছামছুল হক সরকারের ছেলে রশিদুল ইসলাম। এ জমি ক্রয় করার পর থেকে শান্তিপূর্ণ ভাবে তিনি চাষাবাদ করে আসছেন।
হঠাৎ করে এই জমির মিথ্যা মালিকানা দাবী করে উক্ত জমি বে-দখলে নেওয়ার চেষ্টা করেন একই ইউনিয়নের কামারদহ (সোনারপাড়া) গ্রামের মৃত-নঈম উদ্দিনের ছেলে মোঃ জবেদুল ইসলাম গং। এ নিয়ে গাইবান্ধা অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট আদালতে রশিদুল ইসলামের স্ত্রী মোছাঃ শিরিন আক্তার বাদী হয়ে ফৌঃ কাঃ বিঃ মোতাবেক ১৪৪/১৪৫ ধারার পিটিশন মামলা দায়ের করেন। যাহার পিটিশন নং-২৫৪/১৯। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে গত ৩০ সেপ্টেম্বর /২০ জন স্বার্থে শান্তি শৃংঙ্খলা নিয়ন্ত্রনে মোঃ জবেদুল ইসলাম গংগদের বিরুদ্ধে প্রসেডিং চুড়ান্ত আদেশ দেন। গত ৫ ফেব্রæয়ারী রশিদুল ইসলাম ওই তফশিল বর্নিত জমিতে ইরি বোরো ধান কামলা কৃষান দিয়ে লাগাতে গেলে তাদের মারপিট সহ বিভিন্ন হুমকি দেওয়ায় রশিদুল ইসলামের শ্যালক মেহেরুল ইসলাম বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং-১৬, তারিখ, ৫ ফেব্রæয়ারী/২১। এই মামলা হওয়ার পর আসামীগণ ক্ষিপ্ত হয়ে গত ৯ ফেব্রæয়ারী সকাল ৯ টার দিকে সকল আসামীগণ দেশীয় বিভিন্ন অস্ত্রসস্ত্র নিয়ে রোপনকৃত ইরি বোরো ধানের চারা মই দিয়ে কাদার সাথে মিশিয়ে দিয়ে লাল কাপড় টাঙ্গিয়ে দেন। এ ঘটনায় রশিদুল ইসলামের বড় ভাই জহুরুল ইসলাম দুলা বাদী হয়ে জবেদুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।