ভারতের কলকাতায় আজ ৫ ফেব্রুয়ারি রোজ শুক্রবার সফরে আসা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য মন্ত্রী ডঃ হাছান মাহমুদ, এমপি’র সঙ্গে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত শাখার নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রীংলা, কক্সবাজারের -৩ ‘র সংসদ সদস্য সাইমুম সারওযার কমল, বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইমরান, উপহাইকমিশনার তৌফিক হাসান, ভারতের প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক গৌতম ঘোষ সহ বাংলাদেশ ও ভারতের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ।
বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারত শাখার প্রতিনিধি দলের নের্তৃত্বদেন ভারত শাখার সভাপতি মীর এম এম শামীম। এ সময় তার সঙ্গে ছিলেন সাধারণ সম্পাদক মোঃ ইমরান, সহ সভাপতি মোঃ জামাল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক মোঃ আব্দুল মোমিন শাকিল।
কলকাতা সফর কালে তথ্য মন্ত্রী একাডেমি অব ফাইন আর্টস-এ বঙ্গবন্ধু ও বাংলাদেশ শিরোনামে বঙ্গবন্ধুর চিত্রকর্ম প্রদর্শনী পরিদর্শন করেন এবং কলকাতার নন্দনে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পশ্চিম বঙ্গের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ব্রাত্য বসু সহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তা ও খ্যাতনামা শিল্পী, কলাকুশলীবৃন্দ।
বিডি গাইবান্ধা /মশিউর রহমান বাবু