গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার সাবরেজিস্টার অফিসের হেড ক্লার্ক রতন কুমার সাহা বেথুল (৫০) অসুস্থ জনিত কারণে সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে
পরলোকগমন করেছেন। ( দিব্যান লোকান স্ব- গচ্ছেতু)।
তিনি ঢাকা আনোয়ার খান মর্ডান মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন ছিলেন।
উল্লেখ্য, রতন কুমার সাহা বেথুল গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন কামারপাড়ার স্বর্গীয় পরেশ চন্দ্র সাহার কনিষ্ঠ পুত্র ও গাইবান্ধা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক স্বপন সাহা,র সমন্ধি। মৃত্যুকালে তিনি মা, বড় ১ ভাই, ভাই বউ, ১ বোন- ভগ্নিপতি, স্ত্রী, ১ পুত্র সন্তান, ভাস্তি- ভাস্তা সহ অসংখ্য আত্বীয়- স্বজন রেখে গেছেন।
তার শেষ কৃত্য অনুষ্ঠান সোমবার সন্ধ্যা ৬ টার পর মহিমাগঞ্জ পৌর শ্বশ্নানঘাটে অনুষ্ঠিত হয়।