★ খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বহিষ্কারের সিদ্ধান্ত বাতিল কর।
★ শিক্ষার্থীদের ৫ দফা দাবি বাস্তবায়ন কর।
★ সারা দেশে ও বিশ্ববিদ্যালয়গুলিতে মত প্রকাশের স্বাধীনতা ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রগতিশীল ছাত্র জোট গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে আজ ২৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে শহরের ডিবি রোড আসাদুজ্জামান মার্কেটের সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
উক্ত কর্মসূচিতে প্রগতিশীল ছাত্র জোটের অন্যতম নেতা এবং সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সহ-সভাপতি মাহবুব আলম মিলন, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি ওয়ারেস সরকার সাধারণ সম্পাদক মৈত্রেয় হাসান জয়িতা প্রমূখ।
সমাবেশে বক্তারা বলেন- খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা। বিশ্ববিদ্যালয় এবং স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা করা সহ শিক্ষার্থীদের ন্যায্য ৫দফা দাবি মেনে নেওয়ার দাবি জানান।
তারা আরো বলেন- বিশ্ববিদ্যালয় একটি
স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক- শিক্ষার্থীদের যে কোন ন্যায় সঙ্গত আন্দোলনে অংশগ্রহণ করার যেখানে স্বাধীনতা থাকার কথা সেখানে সারাদেশে বিশ্ববিদ্যালয় গুলোতে গণতান্ত্রিক দাবিতে আন্দোলনগুলো বিশ্ববিদ্যালয় প্রশাসন নানাভাবে ছাত্র-শিক্ষকদের হয়রানি করছে, বহিষ্কার করছে। বিশ্ববিদ্যালয়ের এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে এবং বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক পরিবেশ নির্মাণের আন্দোলনে সকলকে শামিল হতে হবে।
বিডি গাইবান্ধা/ সঞ্জয় সাহা