গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের হাতে নারায়ণগঞ্জ জেলা মামুন নামে এক মাদক ব্যবসায়ী ইয়াবা চালান নিয়ে গন্তব্য পৌঁছানোর আগেই ১৩৬০ পিচ ইয়াবাসহ পুলিশের বেড়াজালে বন্দী ? ।
আজ ২৭ জানুয়ারী বুধবার ভোর আনুমানিক ৫ টায় (তদন্ত)মোঃ আফজাল হোসেন এসআই আমিনুল ও এএসআই আসাদুলদের নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে মায়ামনি মোড়ে বনফুল হোটেলের সামনে মহাসড়কের উপর চট্টগ্রাম থেকে পঞ্চগড়
গামী হানিফ পরিবহনের বাসে অভিযান চালিয়ে বাস যাত্রী মাদক ব্যবসায়ী ও একাধিক মাদক মামলার আসামি মামুন (৩৩) পিতা মৃত আলী আহম্মেদ সাং দেওয়াভোন পাকা মোড় থানা ও জেলা নারায়ণগঞ্জ
এর শরীর তল্লাশি করে তার মাথায় থাকা শীতের ক্যাপের ভিতর পলি প্যাকেটে লুকিয়ে রাখা ১৩৬০ পিস ইয়াবা সহ আটক করেন।
উদ্ধারকৃত ইয়াবার মু্ল্য ১ লক্ষ ৭২ হাজার টাকাপুলিশ জানায় মামুন বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলা ও ঢাকা জেলা আদালতে আরো দুটি মাদক মামলা বিচারাধীন আছে।এবিষয়ে গোবিন্দগঞ্জ থানার ডিউটি অফিসার সাথে কথা হলে তিনি বিষয়টি নিশ্চিত করে জানান, আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হচ্ছে বলে জানান।