মুজিব বর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গৃহহীনদের ঘরের দলিল হস্তান্তর উপলক্ষে সারাদেশে ৬৬হাজার ১শত ৮৯ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান ও ৩হাজার ৭শত ১৫ পরিবারকে ভিডিও কন্ফারেন্সিং এর মাধ্যমে পুনর্বাসনের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা।
এর পরেই গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলার ১২০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের হাতে জমির দলিল ও ঘর হস্তান্তর করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জননেতা আব্দুল লতিফ প্রধান,উপজেলা নির্বাহী অফিসার রাম কৃষ্ণ বর্মনের সভাপতিত্বে উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি প্রধান আতাউর রহমান বাবলু,থানার অফিসার ইনচার্জ মেহেদী হাসান, উপজেলা সমাজ সেবা অফিসার শফিউল ইসলাম মন্ডল জুয়েল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলামের সঞ্চালনায় অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।