গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নাকাইহাট বুন্ধি প্রতিবন্ধী ও অটিষ্টিক বিদ্যালয়ের ১ শত জন ছাত্র ছাত্রীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকাস্থ ইরতিজা ফাউন্ডেশন। আজ ১৪ জানুয়ারি রোজ বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় এ শীতবস্ত্র বিতরণ কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাকাইহাট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের। উক্ত প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি, পর্যটন ব্যবসয়ায়ী ও বঙ্গবন্ধু ফাউন্ডেশন ভারত শাখার সভাপতি মীর এম এম শামীম দেশের বাহিরে থাকায় মোবাইল ফোনে বক্তব্য রাখেন। তিনি জানান আমার বন্ধু বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশনের চেয়ারম্যান ডঃ শাহেদ রাফি পাভেল এবং আয়কর বিভাগের ডিপুটি কমিশনার চাঁদ সুলতানা চৌধুরানীর ছয় বছরের একমাত্র পুত্র সন্তান ইরতিজা দু’বছর পূর্বে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করে। তিনি উপস্থিত সকলকে মরহুম ইরতিজার আত্মার মাগফিরাতের দোয়ার অনুরোধ করেন। প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক খন্দকার এরফান উদ্দিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইউনিয়ন সমাজ কর্মী নওশা মিয়া, নাকাইহাট ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম প্রধান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উক্ত বিদ্যালয়ে শিক্ষক মানি আক্তার, মীর মমতাজ শারমিন, আরাফাত জাহান, লায়লা আরজু প্রমূখ।
উল্লেখ উক্ত বিদ্যালয়ের সভাপতি, প্রধান শিক্ষক সহ এলাকার গন্য মান্য ব্যক্তিরা ইরতি ফাউন্ডেশন কে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
বিডি গাইবান্ধা /মশিউর রহমান বাবু