নতুন রক্তদাতা সন্ধানে ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে,বিনামূল্যে রক রক্তের গ্রুপে নির্ণয় ক্যাম্পেইন।
বুধবার (২০ জানুয়ারি) ভাতগ্রাম উচ্চ বিদ্যালয়ের মাঠে সকাল ১০ টা হতে বিকাল ৪ টার পর্যন্ত ভাতগ্রাম উৎসর্গ ফাউন্ডেশনের আয়োজনে এই বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।এ সময় ৩০০ জনের অধিক মানুষের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।
ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলে ভাতগ্রাম ইউপি চেয়ারম্যান এটিএম রেজাজুল ইসলাম বাবু,উপস্থিত ছিলেন,আহসান হাবীব,আখিরুল ইসলাম, জাহিদ হাসান,আল-ইমরান পাপ্পু,শাহা- আলম মিয়া,মোস্তাফিজুর রহমান, মাহতাব হাসান রিফাত, আশিক ইকবাল,রফিক শেখ, শহিদ বিপ্লব ইসমাইল,সুলতান, তথ্য,রিয়াদ, শাম্মী শেখ সামিয়া রহমান নিপু, রিপা আক্তার, শোরভ,খোকন মিয়া, রাফিউল, উৎপল, শ্রী প্রমত প্রমুখ।
এর আগে এই সংগঠনের মাধ্যমে ৩৫ জন অসহায় মানুষের হাতে শীত বস্ত্র পৌছে দেওয়া হয়।