গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের হরিপুর (শান্তির মোড়) নিবাসী বীরমুক্তিযোদ্ধা ও অবসর প্রাপ্ত কৃষি কর্মকর্তা আবির হোসেন (আবির উদ্দিন) গতকাল রবিবার (১৭ জানুয়ারী) অসুস্থ জনিত কারনে তার নিজ বাড়িতে মৃত্যু বরন করেন। (ইন্না …………. রাজেউন)।
আজ সোমবার (১৮ জানুয়ারি) সকাল ১০ ঘটিকায় মরহুমের জানাযা নামাজ উদাখালী ইউনিয়নের গলাকাটি দ্বিমুখী স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা নামাজের পূর্বে পুলিশ বাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অফ অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার আবু রায়হান দোলন, ফুলছড়ি থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আলী, বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রমুখ।
পরে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।