গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ১৬ লক্ষ টাকা জরিমানা ও ৩টি ভাটা ধ্বংস করা হয়েছে।
জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবদুল মতিন এর নির্দেশে ১০ জানুয়ারি, রবিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় লাইসেন্স ও পরিবেশ ছাড়পত্র নাথাকায় এবং নিষিদ্ধ এলাকায় ইটভাটা পরিচালনার অপরাধে ৩টি ইটভাটা ধ্বংস করা হয় এবং ১০ টি মামলায় ১৬ লক্ষ টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস. এম. ফয়েজ উদ্দিন এর নেতৃত্বে পরিচালিত এই অভিযানে সার্বিক সহোযোগিতায় ছিলেন পরিবেশ অধিদপ্তর, রংপুর, র্যাব-১৩ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স গাইবান্ধার প্রতিনিধিগণ।
জনস্বার্থে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।
বিডি গাইবান্ধা /আমিনুর রহমান