গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের নতুন কমিটি আগামী ১ বছরের জন্য অনুমোদন দেয়া হয়েছে।
কমিটিতে আতিক হাসান মিল্লাতকে সভাপতি ও মামুন আর রশিদ সুমনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সহ-সভাপতি করা হয়েছে যথাক্রমে হাবিবুর রহমান,সৌরভ হাসান উজ্জল ও জাকির হোসেন টমাসকে।
যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে মুরাদ সরকার মিকাত,নাজমুল হক জুলিয়াস ও রাফিউজ্জামান শাকিলকে।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে যথাক্রমে নাজিবুর রহমান নয়ন,নজরুল ইসলাম ও রুবেল মিয়াকে।
৬ জানুয়ারি জেলা ছাত্রলীগের সভাপতি আসিফ সরকার ও সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসাইন মামুন স্বাক্ষরিত একটি চিঠিতে এই কমিটি অনুমোদন দেন।
পলাশবাড়ী ছাত্রলীগের কমিটি অনুমোদন পাওয়ার পর পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগ এক বিশাল আনন্দ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।