গোবিন্দগঞ্জ থানা পুলিশ কর্তৃক ১৩ কেজি গাঁজা সহ ১জন আটক।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানাকে মাদক মূক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম (পিপিএম) নিদের্শে এবং গোবিন্দগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দিন এর সার্বিক তত্বাবধানে এসআই(নিঃ)/মুরাদ হোসেন, এসআই(নিঃ)/মোঃ আব্দুল্লাহ আল মামুন , এএসআই(নিঃ)/মোঃ জাহিরুল, ও সঙ্গীয় ফোর্স সহ গোবিন্দগঞ্জ থানাধীন বোয়ালিয়া মৌজাস্থ বাঁশহাটির পশ্চিম পাশ্বে ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর বাস চেকিং করাকালে ১৭মে বিকাল কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার তালুক আশারু গ্রামের -মোঃ জামাল এর পুত্র এবি পরিবহনের যাত্রী মোঃ জাহাঙ্গীর (৩২), এর হেফাজত হইতে ২ টি লাল পলিথিনের মধ্যে মোট ১৩(তের) কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সংক্রান্তে গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা রুজু করা হইয়াছে।
বিডি গাইবান্ধা/