সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে আয়োজিত একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠানে অনুষ্ঠানের জেলা সভাপতি পরমানন্দ দাস এবং কলেজ শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসানের উপর ছাত্রলীগ এর বর্বরোচিত হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা বিবৃতি প্রদান করেছেন।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা সরকারি কলেজ শাখার উদ্যোগে ১৭মে ২২ইং বেলা ১১টায় একাদশ শ্রেণীর নবীন বরণ অনুষ্ঠান শুরু হয়ে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান চলছিল। সেই শান্তিপূর্ণ অনুষ্ঠানে বেলা ১২টায় ছাত্রলীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান পরিচালনাকারীদের উপর অতর্কিত হামলা চালায়। উক্ত হামলায় আহত হয় সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা সভাপতি পরমানন্দ দাস, সাধারণ সম্পাদক রাহেলা সিদ্দিকা, কলেজ শাখার সভাপতি কলি রানী বর্মন, সাধারণ সম্পাদক কামরুল হাসান, মাছুদা আক্তার, আশরাফুল ইসলাম মিলনসহ আরো অনেকে। উক্ত কর্মসূচিতে হামলার প্রতিবাদে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট গাইবান্ধা জেলা শাখার নেতা কর্মীরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং সুষ্ঠু তদন্ত সাপেক্ষে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান। সেই সাথে গাইবান্ধা সরকারি কলেজসহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ এবং গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।
বিডি গাইবান্ধা/