গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার অর্ধ শতাধিক অসহায় প্রতিবন্ধীদের মাঝে সেমাই চিনি ও গুড়া দুধ বিতরণ করা হয়েছে।
সাদুল্লাপুর প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের উদ্যোগে
রবিবার দুপুরে সরকারি কলেজ রোডস্থ সংগঠনের কার্যালয়ে এই সেমাই চিনি বিতরণ করা হয়।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সভাপতি পল্লী চিকিৎসক মো. ছাইয়েদুর রহমান ওরফে লাহা ডাক্তার। অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির সাদুল্লাপুর উপজেলা শাখার সাবেক সভাপতি শ্রী রতন কুমার অধিকারী, ইত্তেফাকের জেলা প্রতিনিধি তাজুল ইসলাম রেজা, সাবেক সেনা সদস্য রোকনুজ্জামান রোকন মিয়া, প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের সহ-সভাপতি মাহমুদুল হাসান ও সদস্য মো. রবিউল ইসলাম প্রমূখ।
পবিত্র মাহে রমজান ও ঈদ উপলক্ষে অসহায় প্রতিবন্ধী নারী-পুরুষের মধ্যে সেমাই চিনি ও গুড়া দুধ দেয়ার কথা জানিয়েছেন সংগঠনের সদস্য (অব:) সেনা সদস্য মো. রোকনুজ্জামান রোকন মিয়া। তিনি বলেন, সমাজের অসহায় প্রতিবন্ধীদের উন্নয়ন এবং তাদের কল্যাণে পাশে থাকাসহ এমন কর্মসূচি অব্যাহত থাকবে।