বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে
বর্ষবরণ উৎসব, মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা , চিত্রাংঙ্কন ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে গাইবান্ধায় স্বাধীনতা প্রাঙ্গন থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। জেলা প্রশাসনের আয়োজনে বর্নাঢ্যা শোভাযাত্রার নেত্ত্ত্ব দেন জেলা প্রশাসক মোঃ অলিউর রহমান। এসময় গাইবান্ধার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাদেকুর রহমান গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির,
অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) আবু লায়েচ মো: ইলিয়াছ জিকু, গাইবান্ধা পৌরসভার মেয়র মতলুবর রহমান, কবি সরোজদেব সহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীগণ এ অংশ গ্রহণ করেন।
শোভাযাত্রায় স্থান পায় বিভিন্ন পাখ পাখালি ছবি, বর, কনে, ঘটক, পালকি, হাতি প্রদর্শনী ও বাংলার ঐতিহ্যের বিভিন্ন উপকরণ। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাধীনতা প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা , চিত্রাংঙ্কন ও পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যদিয়ে লোকজমেলা ও বর্ষবরণ অনুষ্ঠানে শেষ হয়।