রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম এর আদেশক্রমে রংপুর বিভাগের প্রতিটি জেলায় শতভাগ হেলমেট পরিধান নিশ্চিতকল্পে পুলিশ সুপারদের নির্দেশ প্রদান করেছে। এরই পরিপ্রেক্ষিতে গাইবান্ধায় জেলা পুলিশের আয়োজনে ১২ এপ্রিল বুধবার শহরের পুরাতন ব্রীজের নিকট বিশেষ অভিযান পরিচালিত হয়। বিশেষ অভিযানকালে বক্তব্য রাখেন- গাইবান্ধা জেলা পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
তিনি বলেন-হেলমেট ছাড়া কেউ মটর সাইকেল চালালে যেকোনো সময় বড় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে জীবনহানি হতে পারে। সে সাথে গুরুত্বরভাবে অঙ্গহানি হতে পারে। পুলিশের ভয়ে নয়, নিজের নিজে সুরক্ষা এবং পরিবারের নিকট ফেরার জন্য মোটরসাইকেল চালক এবং আরোহীদের হেলমেট পরিধান করতে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ (প্রশাসন) নুর আলম সিদ্দিক, সদর থানার তদন্ত অফিসার ওয়াহেদুল ইসলাম সহ অনেকে।
উল্লেখ্য, অভিযানকালে হেলমেট না থাকার কারনে গাইবান্ধায় ১শ ৮০ জনকে ৩হাজার টাকা করে মোট ৫ লক্ষ ৪০ হাজার টাকা জরিমানা ও আটক করা হয়।