বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে গাইবান্ধায় র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
“সুরক্ষিত বিশ্ব,নিশ্চিত স্বাস্থ্য” এই প্রতিপাদ্যে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের ” আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট ২য় পর্যায় প্রকল্পের আওতায় ইকো সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ( ইএসডিও) পরিচালনায় গাইবান্ধা শহরের সদর থানা সংলগ্ন
নগর মাতৃসদন কেন্দ্রে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে একটি র্যালি নগর মাতৃসদন কেন্দ্র থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে শুরুস্থলে শেষ হয়। পরে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার প্যানেল মেয়র শহীদ আহমেদ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা পৌরসভার সচিব ও আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট প্রগ্রাম অফিসার
হারুন অর রশিদ ও বস্তি উন্নয়ন কর্মকর্তা অলিউল ইসলাম।
সভাপতিত্ব করেন ইএসডিও প্রজেক্ট ম্যানেজার সাইফুল মালেক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নগর মাতৃসদন কেন্দ্র ম্যানেজার ডা: জান্নাতুল ফেরদৌস জেবা, নগর স্বাস্থ্য কেন্দ্র ১ ক্লিনিক ম্যানেজার ডা: ফজলে রাব্বী, নগর স্বাস্থ্য কেন্দ্র ২ ক্লিনিক ম্যানেজার ডা: মোহাইমিনা সুম্মা, মেডিকেল অফিসার কমল কুমার রায়, মুন্না কুমার রায়, তাপসী রাবেয়া, ইএসডিও ফিল্ড সুপারভাইজার কামাল খান, প্যারামেডিক্স তৈয়োবুর রহমান সহ অনেকে। সঞ্চালনা করেন এম আই এস ইমরান হোসেন।
বক্তারা-পৌরসভায় ৮৭ হাজার জনবল রয়েছে। এদের সু স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। পৃথিবীকে সুস্থ রাখতে হলে নিজেকে সুস্থ্য রাখতে হবে। যেখানে সেখানে ময়লা ফেলা যাবেনা। নিজে সুস্থ না থাকলে পৃথিবী সুস্থ থাকবেনা। সবাইকে সু স্বাস্থ্য নিশ্চিত করতে হবে। সবার সু স্বাস্থ্য নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।