বয়স্ক, বিধবা কিংবা প্রতিবন্ধী ভাতা কার্ড করতে কোন অর্থ লাগেনা শুধু মাত্র ভাল মানসিকতার প্রয়োজন বলে মনে করেন সাদুল্লাপুর উপজেলা সমাজসেবা অফিসার মানিক চন্দ্র রায়। যদি কোন অসাধু ব্যক্তি ভাতা কার্ড এর নামে অর্থ হাতিয়ে নেওয়ার পায়তারা করেন এবং প্রতারিত ব্যক্তির অভিযোগ করেন প্রমাণ সাপেক্ষে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলেও জানান তিনি। ২০২১- ২০২২ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগী নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি এসব কথা বলেন।
অফিস সূত্রে জানাযায়- ২০২১-২০২২ অর্থ বছরের বয়স্ক, বিধবা ও স্বামী নিগৃহীতা মহিলা ভাতাভোগীদের বয়স উর্ধাক্রমানুসারে ইউনিয়ন ভিত্তিক বিভাজন তালিকা তৈরি করা হয়েছে। ৩০-০৩-২০২২ তারিখে উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটির সিদ্ধান্ত মোতাবেক সর্বোচ্চ বয়সধারীদের অগ্রাধিকার দিয়ে ভাতা কার্ড প্রত্যাশীদের তালিকা তৈরি করা হয়। উপকারভোগীরা এই ভাতার অর্থ দিয়ে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে পারেন সে বিষয়েও সিদ্ধান্ত গৃহীত হয়। ইউনিয়ন ভিত্তিক বয়স্ক ও বিধবা স্বামী নিগৃহীতার বরাদ্দ নিম্নরুপ-১/ রসুলপুর ইউনিয়ন বয়স্ক ১৩০ জন ও বিধবা স্বামী নিগৃহীতা ১০জন, ২/ নলডাঙ্গা ইউনিয়ন বয়স্ক ২৫৯ জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯ জন, ৩/ দামোদর পুর ইউনিয়ন বয়স্ক ১৪০ জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯ জন, ৪/জামালপুর ইউনিয়ন বয়স্ক ১৬৭জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ৫/ফরিদপুর ইউনিয়ন বয়স্ক ১৪০জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ৬/ধাপেরহাট ইউনিয়ন বয়স্ক ৫৩জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ৭/ইদিলপুর ইউনিয়ন বয়স্ক ১৫০জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ৮/ভাতগ্রাম ইউনিয়ন বয়স্ক ৭৭জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ৯/বনগ্রাম ইউনিয়ন বয়স্ক ২৮জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ১০/কামারপাড়া ইউনিয়ন বয়স্ক ১১জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন, ১১/ খোর্দ্দকোমরপুর ইউনিয়ন বয়স্ক ৫০জন ও বিধবা স্বামী নিগৃহীতা ০৯জন। বরাদ্দকৃত তালিকা প্রতিটি ইউনিয়ন পরিষদে পাঠানো হয়েছে এবং ভাতাভোগীর তালিকাসহ রেজুলেশন ০৭-০৪-২০২২ তারিখের মধ্যে ইউনিয়ন ভাতা বাস্তবায়ন কমিটিকে উপজেলা সমাজসেবা কর্মকর্তার কার্যালয়ে পাঠানোর জন্য চিঠিতে বলা হয়েছে।