মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ দিনব্যাপী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি পালন করেছে উদ্যম উন্নয়ন সংস্থা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান। সার্বিক সহযোগিতায় নলডাঙ্গা ব্লাড ডোনারস এসোসিয়েশন (এনবিডিএ)।বিভিন্ন বয়স ও পেশার নারী- পুরুষ মিলিয়ে মোট ৪৫০ জনের রক্তের গ্রুপ বিনামূল্যে নির্ণয় করা হয়। মফস্বল এলাকা হিসাবে অনেকেই নিজের রক্তের গ্রুপ জানা ছিল না। উদ্যাম উন্নয়ন সংস্থার এই আয়োজনে বিনামূল্যে নিজের রক্তের গ্রুপ জানতে পেয়ে সকলে খুশী হয়েছেন।
উক্ত অনুষ্ঠান উদ্যম উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শামসুল আরেফিনের সভাপতিত্বে উদ্বোধন করেন নলডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ আব্দুল গফুর আলী ও এমপির পিএস ও নলডাংগা ডিগ্রী কলেজের সভাপতি মোঃ আনোয়ারুল আজিম। উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মোঃ ঈসমাইল হোসেন, নলডাংগা জে.সি বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ শাহরিয়ার রাসেল সাঃ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম পাটোয়ারী ( জিতু) ও অন্যান্য স্থানীয় সুধীজন।
ভবিষ্যতে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, ফ্রি ডায়েবিটিস টেস্টসহ নানাবিধ কার্যক্রম পরিচালনা করার আশা ব্যক্ত করেন উদ্যম উন্নয়ন সংস্থার সভাপতি মোঃ শামসুল আরেফিন। উল্লেখ্য ২০২০ সালে স্থাপিত এই সেচ্ছাসেবী সংগঠনটি নানাবিধ কার্যক্রম পরিচালনা করে আসছে। বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে উদ্যম সংস্থার উদ্যোগে অসহায় মেধাবী ৪০ শিক্ষার্থীদের শিক্ষা উপরণ অর্থাৎ রং পেন্সিল, ড্রয়িং খাতা, জ্যামিতি বক্স এবং অন্যান্য শিক্ষা উপকরণ প্রদান করে।