গাইবান্ধার ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দিরে নিমাই সন্ন্যাস লীলা সংকীর্তন পদাবলী অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গাইবান্ধা ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির আয়োজনে ১৬ মার্চ বুধবার রাতে মন্দির প্রাঙ্গনে “নিমাই সন্ন্যাস লীলা সংকীর্তন পদাবলী” অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মুহাম্মদ তৌহিদুল ইসলাম।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- ঢাকার মতিঝিলের ক্রিয়েটিভ পাস ইন্টারন্যাশনাল চিফ এক্সিকিউটিভ অফিসার ও বাংলাদেশ তাঁতী লীগ কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তপন কুমার দাস।
গাইবান্ধায় ব্রীজ রোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সভাপতি দুর্লভ চন্দ্র মন্ডল এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নিলাদ্রি সরকার।
বিশেষ অতিথি ছিলেন- হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বক্সী সূর্য, সাধারন সম্পাদক চঞ্চল সাহা, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি অধ্যক্ষ পরেশ চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক সুদেব কুমার চৌধুরী, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার উপ-বিভাগীয় প্রকৌশলী ও রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার ব্রীজরোড সভাপতি চন্দ্র শেখর দাস, পূজা উদযাপন পরিষদ সদর উপজেলা শাখার সভাপতি সুজন প্রসাদ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির প্রচার সম্পাদক অশোক সাহা।
আলোচনা শেষে নিমাই সন্ন্যাস লীলা সংকীর্তন পদাবলী পরিবেশন করেন দিল্লী ও ভারতের কীর্তনীয়া নীল কমল দাস ও তার দল। নিমাই সন্ন্যাস লীলা সংকীর্তন পদাবলী শুরুর আগে কীর্তনীয়া নীল কমল দাসকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন বিডি গাইবান্ধা ডট নিউজ বার্তা সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার জেলা প্রতিনিধি সঞ্জয় সাহা।
আলোচনা পূর্ববর্তী অতিথিদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ব্রীজরোড দুর্গাবাড়ি মন্দির কমিটির সদস্যরা।