২৭.০২.২০২২ কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের স্পিনিং মিল হতে চেরেঙ্গা হয়ে নিমবাগানগামী সরকারি রাস্তার জীবিত দুইটি সরকারি গাছ কর্তন করা হয়েছে।
শনিবার (২৬ ফেব্রুয়ারী) বিকাল ৪.০০ টার দিকে কাঁঠালবাড়ী ইউনিয়নের রায়পুর গ্রামের লেপু মিয়ার ছেলে মোঃ আব্দুল মতিন চেরেঙ্গা মধ্যপাড়া গ্রামের মোঃ রহমত আলীর দোকানের সামনে রাস্তায় অবস্থিত জেলা পরিষদের আওতাধীন সরকারি একটি আম গাছ ও একটি কাঁঠাল গাছ কর্তন করেন।
খবর পেয়ে কুড়িগ্রাম জেলা পরিষদের সার্ভেয়ার মোঃ রাশেদুজ্জামান রাসেল রবিবার (২৭ ফেব্রুয়ারী) দুপুরে কর্তনকৃত গাছ দুটি জব্দ করে জেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন।
গাছ কর্তনকারী মোঃ আব্দুল মতিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।
সার্ভেয়ার রাশেদুজ্জামান রাসেল জানান, সরকারি রাস্তার দুটি জীবিত গাছ কর্তন করা হয়েছে। আমরা খবর পেয়ে কর্তন করা গাছ দুটি উদ্ধার করে জেলা পরিষদ ডাকবাংলায় নিয়ে এসেছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।