গাইবান্ধার সাদুল্লাপুর গার্লস ডিগ্রী কলেজের শিক্ষক ও কর্মচারীদের সাথে মতবিনিময় করলেন বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গাইবান্ধা-৩(সাদুল্লাপুর – পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য এ্যাড.উম্মে কুলসুম স্মৃতি।
বৃহস্পতিবার বিকালে কলেজের হলরুমে রুমে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় এমপি স্মৃতি উক্ত কলেজ সরকারিকরণসহ সার্বিক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন। এসময় বক্তব্য রাখেন – সাদুল্লাপুর গার্লস ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল আলম, সাদুল্লাপুর থানা অফিসার ইনচার্জ প্রদীপ কুমার রায়,সাদুল্লাপুর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শাহিনুল ইসলাম মন্ডল, বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সহসভাপতি আব্দুল জলিল সরকার, কলেজের সভাপতি শাহ ফজলুল হক রানা,সহকারী অধ্যাপক মোস্তাফিজার, হোসনে আরা মুন্সী, সদস্য শফিউল ইসলাম স্বপন প্রমুখ। উপস্থিত ছিলেন-বাংলাদেশ আওয়ামী লীগ সাদুল্লাপুর উপজেলা সদস্য শহিদুল ইসলাম বাবলা, বাংলাদেশ কৃষকলীগ সাদুল্লাপুর উপজেলা শাখার সভাপতি জহুরুল হক,সাধারণ সম্পাদক আব্দুল মতিন, কৃষকলীগ বনগ্রাম ইউনিয়নের সভাপতি মোজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ফরহাদুজ্জামান প্রমুখ। পরে সাদুল্লাপুর কওমী মাদ্রাসা পরিদর্শন করে ছাত্রদের সাথে কুশল বিনিময় ও সার্বিকভাবে সহযোগীতা করার আসস্থ করেন।