সাপ্তাহিক “গাইবান্ধার বুকে” পত্রিকার ৮ম বর্ষপূর্তি উপলক্ষে গাইবান্ধায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে।
১৬ ফেব্রুয়ারি বুধবার সকালে স্থানীয় জেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা থেকে প্রকাশিত দৈনিক মাধুকর পত্রিকার সম্পাদক কে এম রেজাউল হক, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা সদর থানার ওসি অপারেশন জাহাঙ্গীর আলম, বাংলাদেশ রিপোটার্স ইউনিটের গাইবান্ধা জেলা সভাপতি রেজাউন্নবী রাজু, সাপ্তাহিক চলমান পত্রিকার সম্পাদক রজতকান্তি বর্মন, সাপ্তাহিক অবিরাম পত্রিকার প্রকাশক ও সম্পাদক হারুন-অর রশিদ বাদল।
সভাপতিত্ব করেন- সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকার প্রকাশক ও সম্পাদক শামসুজ্জোহা।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- দৈনিক সমকাল পত্রিকার জেলা প্রতিনিধি উজ্জ্বল চক্রবর্তী, আমাদের সময়ের জেলা প্রতিনিধি খায়রুল ইসলাম, গাইবান্ধা জেলা পরিষদ সদস্য মো: আ: হান্নান আজাদ, দৈনিক যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি ও গাইবান্ধার দর্পন পত্রিকার সম্পাদক শফিউল ইসলাম, দৈনিক অগ্নিশিখা পত্রিকার জেলা প্রতিনিধি শামীম রেজা, সাপ্তাহিক গাইবান্ধা বুকে পত্রিকার ফুলছড়ি উপজেলা প্রতিনিধি হাসানুজ্জামান খান।
এছাড়াও বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- দৈনিক আমাদের নতুন সময় ফুলছড়ি উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান বাবু।
বক্তারা তাদের বক্তব্যে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন- আপনারা কোনো দপ্তরের নিউজ করতে চেলে সে দপ্তরের কাজ কর্ম সম্পর্কে অবহিত হতে হবে এবং সে সব বিষয়ে পড়াশোনা করতে হবে। তবেই সে সব দপ্তরের অনিয়ম নিয়ে প্রতিবেদন করতে পারবেন। সে সাথে সাপ্তাহিক গাইবান্ধার বুকে পত্রিকা সহ পত্রিকার সম্পাদকের উত্তরোত্তর সাফল্য ও দীর্ঘায়ু কামনা করেন।