বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নের দুই ব্যক্তির কাছ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে প্রায় ১০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে একটি প্রতারক চক্র।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে প্রতারক চক্রের সদস্যরা মোবাইল ফোনে কল করে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে এই দুই ব্যক্তির কাছে টাকা দাবি করে। প্রতারক চক্রটি ০১৭৭৫-০৩৬২৬২ নম্বর থেকে কল দিয়ে অাবদুল লতিফের কাছ থেকে তিন হাজার টাকা ও ০১৮৭৫-১২২২৮০ নম্বর থেকে কল দিয়ে আতাউর রহমানের কাছ থেকে ছয় হাজার নয়শত পঁয়তাল্লিশ টাকা হাতিয়ে নিয়েছে।
এ বিষয়ে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আবদুর রউফ বলেন, একটি প্রতারক চক্র বিভিন্ন লোকজনদের ভয়ভীতি দেখিয়ে টাকা আদায়ের চেষ্টা করছে। তাদের ব্যাপারে সাবধান থাকতে হবে। প্রতারক চক্রটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। কেউ কল করে ভয়ভীতি দেখিয়ে টাকা দাবি করলে গাইবান্ধা সদর থানার পরিদর্শককে ( তদন্ত) ০১৩২০-১৩২৩৭৭ জানাতে বলেন তিনি।