সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মোট প্রার্থী ৬৮ জন। এরমধ্যে চেয়ারম্যান প্রার্থী ৬ জন, সংরক্ষিত আসনে মহিলা সদস্য ১৪ জন এবং সাধারন সদস্য পদে ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। ভোটার রয়েছে মোট ২২৫৩৯ জন। পুরুষ ভোটার ১১০৪৮ এবং মহিলা ভোটার ১১৪৯১ টি। ভোট কেন্দ্র ৯টি। চেয়ারম্যান প্রার্থী হলেন – জাতীয় পার্টির আব্দুল গফুর লাঙ্গল মার্কা, স্বতন্ত্র প্রার্থী ফরিদুল ইসলাম ঘোড়া মার্কা, স্বতন্ত্র প্রার্থী নুর আলম নান্টু আনারস, আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী শাহরিয়ার ইসলাম রাসেল নৌকা, স্বতন্ত্র প্রার্থী তরিকুল ইসলাম নয়ন চশমা এবং আমিনুল ইসলাম মোটরসাইকেল মার্কা নিয়ে প্রতিদন্ডিতা করছেন। যতই সময় এগিয়ে আসছে প্রার্থীদের দৌড় ঝাপ বেড়ে যাচ্ছে। ভোটারদের বাড়িবাড়ি গিয়ে ভোট, দোয়া ও সমর্থন কামনা করেন। সেই সাথে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছে প্রার্থীরা।
আশি ঊর্ধ বয়সী করিমুল্লা বলেন- মুই যেন শেষ ভোটটা পচ্ছন্দের লোককে দিতে পাম এটাই প্রশাসনের কাছে চাওয়া।
উল্লেখ্য ইউনিয়ন পরিষদ ষষ্ঠ ধাপে সাদুল্লাপুর উপজেলায় ৮টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে চলতি বছরের ৩১ জানুয়ারি। সর্বোপরি নির্বাচনে ভোটগ্রহণ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে এমনটাই আশাবাদী সাধারণ ভোটাররা।।