দৈনিক করতোয়া ও রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম এর মধ্যে কনটেন্ট বিনিময় বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়েছে। গতকাল সন্ধ্যায় গাইবান্ধার এসকেএস ইন্-এর বালাসী মিলনায়তনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পন্ন হয়। দৈনিক করতোয়ার পক্ষে সম্পাদক মোজাম্মেল হক ও নির্বাহী সম্পাদক তাসলিমা হক রাকা এবং রেডিও সারাবেলার পক্ষে চেয়ারম্যান রাসেল আহম্মেদ লিটন ও সিনিয়র স্টেশন ম্যানেজার মাহফুজ ফারুক স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে করতোয়া সম্পাদক মোজাম্মেল হক বলেন, ‘রেডিও সারাবেলার সাথে করতোয়ার এ সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে এখন থেকে আমাদের এক সাথে কাজ করার নতুন একটি পথ তৈরী হলো। যা সকলের জন্য ভাল কিছু বয়ে আনবে।’ রেডিও সারাবেলার চেয়ারম্যান এবং এসকেএস ফাউÐেশনের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান রাসেল আহম্মেদ লিটন বলেন, ‘দৈনিক করতোয়া ও রেডিও সারাবেলার মধ্যে কনটেন্ট বিনিময়ের মধ্য দিয়ে দু’টি প্রতিষ্ঠানই ব্যাপক সংখ্যক মানুষের কাছে তথ্য চাহিদা পূরণ করতে পারবে এবং প্রান্তিক মানুষসহ সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তথ্যসেবা পৌঁছে দিতে আমরা আরো বেশি ভূমিকা রাখতে পারব বলে মনে করি।’
সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন করতোয়া গ্রæপের পরিচালক মোহসিনা হাসনাত, এসকেএস ফাউন্ডেশনের সোস্যাল এন্টারপ্রাইজিংয়ের পরিচালক রিয়াজুল ইসলাম চৌধুরী ও সমন্বয়কারী আবু সাঈদ সুমন, আ্যাডভোকেসি এন্ড কমিউনিকেশন পরিচালক যোসেফ হালদার, ডেভেলপমেন্ট প্রোগ্রামের সহকারি পরিচালক পলাশ কুমার কুন্ডু, পাবলিক রিলেশন এ্যান্ড নেটওয়ার্কিং সমন্বয়কারী আশরাফুল আলম, দৈনিক করতোয়ার গাইবান্ধা জেলা প্রতিনিধি সৈয়দ নূরুল আলম জাহাঙ্গীর, রেডিও সারাবেলার নিউজ প্রোডিউসার ফরহাদ হাসান, ফরহাদ রেজা, সানোয়ার রিথান, আঁখি আক্তার ও সাদিয়া আইরিন।